হৃদয়খানি শূন্য ছিল
ভরা ছিল না,
আকাশ ভরা তারা ছিল
চাঁদ ছিল না,
ডালে ডালে ফাগুন ছিল
ফুল ছিল না,
নদে নদে জোয়ার ছিল
পানি ছিল না,
গাছে গাছে কোকিল ছিল
সুর ছিল না,
তোমাকে এতটা ভালবাসি
জানা ছিল না!
ভরা ছিল না,
আকাশ ভরা তারা ছিল
চাঁদ ছিল না,
ডালে ডালে ফাগুন ছিল
ফুল ছিল না,
নদে নদে জোয়ার ছিল
পানি ছিল না,
গাছে গাছে কোকিল ছিল
সুর ছিল না,
তোমাকে এতটা ভালবাসি
জানা ছিল না!
No comments:
Post a Comment