মাঝে মাঝে ভাবি মৃত্যু কেমন হবে?
আমার কয়েকবার জন্ডিস হয়েছে। বছরদুই আগে হেপাটাইটিস বির টিকা নিয়েছিলাম।তা না হলে হয়ত এর মাঝে আরেকবার হত। এরমধ্যে একবার বেশি দুর্বল হয়ে পড়ি।
একা একা থাকা, খাবারে অরুচি, বমির কারনে শরীরে তেমন বল ছিল না। অবশ্য আমি ব্যাপারটা বুঝতে পারি নি। সারাদিন শুয়ে থাকি, ঘরেই নামায পড়ি, খাই আর টয়লেটে যাই।
তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। শুয়ে আছি। কিছুই ভাল লাগছে না। হঠাৎ গা গুলিয়ে উঠাতে তড়িঘড়ি করে বাথরুমের দিকে ছুটলাম। বমি হলে হোক, ঘর নষ্ট হলে সমস্যা। দরজার নবে হাত দেবার পর দুনিয়া অন্ধকার হয়ে গেল। একমুহূর্ত পর নিজেকে রুমমেটের বিছানার উপর আবিস্কার করলাম। বুঝতেই পারিনি কি হল। আমি এক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়েছিলাম সেটা বুঝতে কিছুক্ষন লাগল।
ঐ সময় রুমে একাই ছিলাম। মরে গেলেও কেউ টের পেতে কয়েকঘন্টা সময় লেগে যেত।
এরপর থেকে প্রায়ই এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায়। কিছু বুঝে উঠার আগেই কি মানুষ মরে যায়? তারপর বুঝতে পারে যে সে মরে গিয়েছে? কি কুদরত আল্লাহর!
No comments:
Post a Comment