ফানকে যে আমি সিরিয়াসলি নিব তা বোধহয় রবি বুঝতে পারেনি। পারুক বা না-ই পারুক রবিকে আমি ধন্যবাদ জানাই আজীবন ইন্টারনেট দেয়ার কারনে। মেসেজটা পেয়েছিলাম নভেম্বর কি ডিসেম্বরে। ৯৯ টাকা+করসমুহে ৩৫০ এম বি। মেয়াদ সারাজীবন। পাবার পরেই ভাবলাম এটাইতো আমার দরকার। মুঠোফোনে ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট হবে। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করব, তাও ফ্রী ভার্সন। দেখি এমবি কিভাবে শেষ হয়!
নিলাম। নেয়ার পর আজীবনের রহস্য ভেদ হল। আজীবন মানে যে ২০২৭ সাল পর্যন্ত তা রবির বদৌলতে জানতে পারলাম। যাক, তাই বা কম কিসে? ১০ বছরে ৩৫০ এমবি হলে বছরে ৩৫ এমবি। মাসে ৩ প্রায় তিন এমবির মধ্যে সারতে হবে। অপেরাতে ফ্রী ফেসবুকতো চালাই-ই, উপরন্তু সেটিংস থেকে Extreme savings চালু করে দিলাম। এখন ফেসবুকে কোন ছবিই দেখা যায় না, ব্রাউজারের বিজ্ঞাপণ লোড হয় না। কাজের কাজ যা হয়েছে শুধু টেক্সট ভার্সন হওয়ায় স্পীড বেড়েছে।
হোমফিডের ছবিগুলো না দেখেই লাইক মারি। গুরুত্বপূর্ণ (অপজিট জেন্ডার)কেউ দিলে অবশ্য সেটিং পরিবর্তন করে দেখি। অন্যব্রাউজার গুলোতে এই ফিচারের ব্যবহার না জানায় এবং মাঝে মাঝে অন্যান্য সাইট(cse,dse etc) ব্রাউজ করার কারনে এমবি প্রায় শেষের দিকে। তাও প্রায় ৩ মাস পার করে দিলাম। যেখানে হয়ত আমার দ্বিগুণ টাকা খরচ হত।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন। Dial *123*99# for activation and *8444*88# for balance.
ধন্যবাদ।
No comments:
Post a Comment